বিশেষ প্রতিনিধি: ফেনী পৌরসভার ভিআইপি ওয়ার্ড হিসেবে পরিচিত মাস্টারপাড়ায় ৩ হাজারীর দুর্গ হিসেবে পরিচিত রামতারা শিশুপার্কে ইফতার ও দোয়ার মাহফিল করেছে বিএনপি।
মঙ্গলবার (২৫ মার্চ) ফেনী পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এ ইফতার পার্টিতে অংশ নেন জেলা বিএনপি ও সর্বস্তরের নেতাকর্মীরা। ফেনী সদর আসনের সাবেক এমপি একসময়ের ফেনীর ত্রাস জয়নাল হাজারীর মাস্টারপাড়ার বাড়ির পাশেই রামতারা শিশুপার্ক।
জয়নাল হাজারীর পতনের পর এ পার্ক নিজাম হাজারীর নিয়ন্ত্রণে চলে যায়। এক পার্কেরই এককোণে বিলাস বহুল অফিস সাজান ফেনী জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি, নিজাম হাজারীর চাচাতো ভাই ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর লুৎফুজ্জামান খোকন হাজারী।
সর্বশেষ গত ৫ অগাস্ট হাসিনা সরকারের পতনের পর নিজাম হাজারী তার অনুসারীরা মহিপালে গণহত্যায় অভিযুক্ত হয়ে পালিয়ে যায়। সেদিন বিক্ষুব্ধ জনতা এ পার্কে খোকন হাজারীর অফিসেও আগুন দেয়। এদিকে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন, যুগ্ন আহবায়ক অধ্যাপক এম এ মালেক।
বক্তব্য দেন, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ বাবুল, সদস্য সচিব অ্যাড. মেজবাহ উদ্দিন ভুঞা, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক কায়সার এলিন প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসি। ফেনী সব মানুষের সমান অধিকার ও সমান নিরাপত্তা চায় জেলা বিএনপি।
এজন্য মাস্টারপাড়া ও হাজারী পাড়ার বাসিন্দাদের পাশে থাকার ঘোষনা দেন বিএনপির নেতৃবৃন্দ।


