সংবাদ বিজ্ঞপ্তি: ফেনী বারের আইনজীবী আবদুল ওহাব প্রকাশ দুলাল মিয়াজি আর বেঁচে নেই। মঙ্গলবার (২৪ জুন) ভোর ৫ টার সময় ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। আজ সকাল ১১টার সময় ফেনীর আদালত চত্ত্বরে মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হয়।
এসময় মরহুমের জানাযায় ফেনী আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সিরাজউদ্দৌলা কুতুবী, জজশীপের বিজ্ঞ বিচারকবৃন্দ, ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল আমিন খান, সাধারন সম্পাদজ মীর মোশারফ হোসেন মানিক, জেলা কর আইনজীবী সমিতির সভাপতি ইসমাঈল হোসেন সিরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসেম রতন, মরহুমের সহকর্মী সকল আইনজীবী, কর আইনজীবী এবং সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন।
বাদ জোহর গ্রামের বাড়ি মোটবীতে মরহুমের ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে স্ত্রী, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এড. দুলাল মিয়াজীর মৃত্যুতে ফেনীর আইনাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে জেলা জজ, জেলা আইনজীবী সমিতি, কর আইনজীবী সমিতি ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।


