
নিজস্ব প্রতিবেদক: দুর্ঘটনা রোধে ফেনী গুদাম কোয়ার্টার রেলগেট পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও পৌর কর্মকর্তারা।
মঙ্গলবার, (১ জুলাই) সকালে দুর্ঘটনা রোধে করণীয় ঠিক করতে রেলগেট পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পৌর প্রশাসক আবদুল বাতেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মঞ্জুর আহসান, পৌর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, পৌর মেডিকেল অফিসার কৃষ্ণ পদ সাহা, ট্রাফিক পরিদর্শক শওকত হোসেন, রেলওয়ের সহকারি প্রকৌশলী, ষ্টেশন মাষ্টার হারুন, উপ-সহকারী প্রকৌশলী, কনজারভেন্সী ইন্সপেক্টর ছরওয়ার জাহান ও সুপারভাইজারবৃন্দ।
এসময় রেলগেটের দু’পাশে গড়ে উঠা অবৈধ দোকানপাট ভেঙ্গে রেলক্রসিং প্রসারিত ও পরিচ্ছন্ন রাখার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, ২ দিন আগে এ ক্রসিংয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়। এছাড়া প্রতিদিনই ছোট, বড় দুর্ঘটনাতো ঘটছেই।
দুর্ঘটনা রোধে জেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে, ফেনীর সাধারণ মানুষ।