
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় অপরাধ দমনে সম্মিলিত সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান’র সভাপতিত্বে কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর পরশুরাম উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন শাহরিয়ার, পরশুরাম মডেল থানার উপ পরিদর্শক প্রতুল দাস , উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জাহেরা খাতুন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সিদ্দিক, ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ফায়ার ফাইটার সালাউদ্দিন,পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম, বক্সমাহমুদ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা রেহানা আক্তার, চিথলিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আইয়ুব হোসাইন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিভিন্ন ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।