
পরশুরাম প্রতিনিধি: পরশুরাম আইডিয়াল স্কুলের অভিভাবক সমাবেশ এবং বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় স্কুলের মাধ্যমিক শাখার প্রধান শিক্ষক রতন চন্দ্র সাহা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কাজী বেলায়েত হোসেন।
মাধ্যমিক শাখার সহকারী শিক্ষক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবদুল হক চৌধুরী কলেজের প্রভাষক ও আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ ফারুক, পরশুরাম সরকারি পাইলট হাইস্কুলের বিজ্ঞান বিভাগের সিনিয়র সহকারী শিক্ষক ওমর ফারুক জিন্নাহ, পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মহি উদ্দিন, চারগ্রাম সমিতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এখলাস উদ্দিন মাহমুদ,এনসিসি ব্যাংকের কর্মকর্তা সাইদুল হক হুমায়ন,মাল্টি এডুকেশন সেন্টার মেক্ এর পরিচালক মামুনুর রশীদ চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র অফিসার মো: মহসিন,চাঁনগাজী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মতিউর , লংকা বাংলা ফাইন্যান্স কর্মকর্তা মাহবুবুল হক জিতু প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম, প্রেস ক্লাবের ক্রিড়া সম্পাদক মোঃ ইব্রাহিম, শাকিল, মডেল ক্যাডেট মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন, পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জামাল উদ্দিন, অভিভাবক আরিফুল ইসলাম সাবেক শিক্ষক হালিম হোসেন মজুমদার রনি, আনোয়ার হোসেন আশিকসহ অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।