
পরশুরাম প্রতিনিধি: ফেনীর পরশুরামে রাতের আঁধারে ৬টি গরু নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (৩০ নভেম্বর) ভোর রাতে সলিয়া নায়েব বাড়ি মাজার গেইটের দক্ষিণ পাশে মনজু আক্তারের বাড়িতে হানা দিয়ে চোরেরা ৩টি গরু নিয়ে যায়।
এসময় রাস্তার পশ্চিম পাশে টমটম চালক শাজাহানেরও ৩টি গরু নিয়ে যায় চোরেরা। সকালে গরু চুরির বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দরিদ্র ২টি পরিবারের ৬টি গরু চুরি হওয়ায় তাদের কান্নায় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে পরশুরাম থানার ওসি আবদুল হাকিম আজকের ফেনীকে জানান, গরু চুরির বিষয়ে কোন সংবাদ এখনো তিনি পাননি, অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।