
Oplus_131072
পরশুরাম প্রতিনিধি: পরশুরামের দক্ষিণ গুথুমা চাঁনগাজীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণে দিবা রাত্রি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে চাঁনগাজী উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক।
সাইদুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি।
বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন।
আরো উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী জহিরুল করিম জনি, লোকমান হোসেন সিপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল মজুমদার, সুমন চক্রবর্তী। টুর্ণামেন্ট পরিচালনা করেন শাহাদাত হোসেন শাহিন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।