
শহর প্রতিনিধি: অবশেষে নিখোঁজ হবার ৪ দিন পর স্কুল ব্যাগে পাওয়া গেল সেই শিশুর লাশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অপহরণকারীর দেয়া ভিত্তিতে দেওয়ানগঞ্জ রেল লাইনের পাশের ডোবা থেকে ৩য় শ্রেণীর শিক্ষার্থী আহনাফ আল মাইনের লাশ উদ্ধার করে পুলিশ। গত সোমবার ফেনীর একাডেমী এলাকার আতিকুল আলম সড়ক থেকে প্রাইভেট পড়ে আর বাসায় ফিরেনি শিশুটি।
অপহরণকারীরা শিশুটির বাবার কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি পুলিশকে জানালে শিশুটিকে হত্যা করার হুমকি দেয়। এদিকে সন্তানকে উদ্ধারে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন সোহাগ। পরিবারের তথ্যের ভিত্তিতে পুলিশ একজনকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
তার বাবা মাঈন উদ্দিন সোহাগ বাংলাদেশ রেড ক্রিস্টে ফেনী শাখায় কর্মরত। নাশিত পরিবারের সাথে ফেনী শহরেই বসবাস করতো। তাদের গ্রামের বাড়ি ফুলগাজী উপজেলার জয়পুরে। ফেনী মডেল থানার ওসি এক শিশুর লাশ উদ্ধার ও আসামী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বাবা সোহাগ জানান, আজ বাদ মাগরিব ফেনীর জিএ একাডেমী স্কুল মাঠে ১ম জানাযা ও ফুলগাজী সদর ইউনিয়নের জয়পুর আনসার আলী ফকির জামে মসজিদ মাঠে রাত নয়টায় ২য় জানাযা অনুষ্ঠিত হবে।