
smart
সংবাদ বিজ্ঞপ্তি: ফেনীতে মাসব্যাপি দেশীয় শিল্প ও তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে। দুস্থ নারী কল্যাণ সমিতির উদ্যোগে নিজাম উদ্দীন ভূঁইয়ার সার্বিক ব্যবস্থাপনায় এ মেলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে ফেনী শহরের জহির রায়হান মিলনায়তন মাঠে মেলার উদ্বোধন করেন, ফেনী চেম্বার অব কমার্স এর সহ সভাপতি ফরিদ উদ্দীন খান পাঠান, জেলা যুবদল নেতা আমান উদ্দীন কায়সার সাব্বিরসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা। বিভিন্ন পণ্যের দামে তারা সন্তোষ প্রকাশ করেন।
মেলায় আগত নারী ক্রেতারা যাতে কোন উৎপাত বা হয়রানির শিকার না হন, এ বিষয়ে আয়োজকদের সতর্ক করেন অতিথিরা। মেলায় ৪৫টি স্টল অংশগ্রহণ করেছে।
মহিলা ও শিশুদের আকর্ষণীয় পোশাকের পাশাপাশি, রয়েছে পুরুষদের বাহারি ডিজাইনের পোশাক। এছাড়া গৃহস্থালী পণ্য, ঘর সাজানোর বিভিন্ন উপকরণ রয়েছে মেলায়।