
oplus_2
পরশুরাম প্রতিনিধি: পরশুরামের চিথলিয়া ইউনিয়নে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে এসএএম (স্টুডেন্ট’স এসোসিয়েশন অব মালিপাথর) মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১৩ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত চিথলিয়া ইউনিয়নের শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়, শালধর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা , শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শালধর বাজার তালি’মুন কুরআন নুরানী মাদ্রাসা সহ মোট চারটিনকেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার দ্বিতীয় আসর।
বৃত্তি পরীক্ষায় চিথলিয়া ইউনিয়নের সকল প্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রায় ১ হাজার ছাত্রছাত্রীর অংশগ্রহন করেন। বৃত্তি পরীক্ষায় সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইন্সটাক্টর নুর উদ্দিন ভূঁইয়া জুয়েল,ইন্সটাক্টর রেজাউল বারি অপু, এড. নিজাম উদ্দিন, আব্দুস সোবহান রনিসহ বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন শালধর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওহাব।
দ্যা স্টুডেন্ট’স এসোসিয়েশন অব মালিপাথরের সভাপতি রফিকুল ইসলাম বলেন, চিথলিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় এক হাজার ছাত্র-ছাত্রী এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।