
Oplus_131074
পরশুরাম প্রতিনিধি: পরশুরামের রাজষপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে রাজষপুর বাজারে চিথলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ২নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইউনুছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক এডভোকেট এসএম কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা নুর মোহাম্মদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম,নায়েবে আমীর মাওলানা ইয়াকুব মজুমদার, উপজেলা সেক্রেটারি মাওলানা মাঈনুল করিম,
চিথলিয়া ইউনিয়নের আমীর মাস্টার গিয়াস উদ্দিন, নায়েবে আমীর মো মিজানুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি নাজমুল কবির রাজিব,
উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি কফিল উদ্দিন মাহমুদ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আইয়ুব আলী প্রমুখ।
এডভোকেট এসএম কামাল উদ্দিন তাঁর বক্তব্যে বলেন,জুলাই আগস্ট বিপ্লবে ছাত্রদের শ্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’। তাদের দাবি বাস্তবায়নের জন্য সমাজের সবক্ষেত্রে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনের ভিত্তিতে জীবন পরিচালিত করতে হবে। ফেরআউন,নমরুদের পতন যেভাবে হয়েছে, ফ্যাসিস্ট হাসিনার পতন একইভাবে হয়েছে। কোনো বিভেদ না করে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।