
পরশুরাম প্রতিনিধি: পরশুরাম মডেল (ক্যাডেট) মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও ছবক প্রদান অনুষ্ঠিত হয়।
শনিবার (১১ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে
মাদ্রাসার ব্যবস্থাপনা ও অর্থ পরিচালক মাওলানা মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান।
শিক্ষার্থীদের ছবক প্রদান, মিলাদ ও দোয়া পরিচালনা করেন পরশুরাম কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হুমায়ুন কবির নোামানী। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন।
সহকারী প্রধান শিক্ষক ফখরুল আহমেদ মজুমদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজের অধ্যাপক জালাল উদ্দীন, আলহাজ্ব আবদুল হক চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যাপক মুহাম্মদ ফারুক, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিসফাকুস সামাদ রনি,পরশুরাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো মহি উদ্দিন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এখলাস উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।
অনুষ্ঠান শেষে অতিথিদের হাত থেকে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।