নিজস্ব প্রতিবেদক:
বাইক দুর্ঘটনায় নিহত ফয়সাল ৩ সন্তানের পিতা। গিয়েছিলেন স্ত্রী-সন্তানের জন্য খেজুরের রস আনতে। কিন্তু, খেজুরের রসের পরিবর্তে নিথর দেহে বাড়ি ফিরলেন ফয়সাল।
নিহত ফয়সাল সোনাগাজী উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের মধ্যম ছাড়াইতকান্দি গ্রামের উসমান আলী মিজি বাড়ির শাহাবুদ্দিনের বড় ছেলে। তিনি মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ফেনী শাখায় কর্মরত ছিলেন।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (০২ জানুয়ারি) ভোরে ফেনী শহরের বাসা থেকে খেজুরের রস আনতে গ্রামে যান বাদশা ফয়সাল প্রকাশ মুহাম্মাদ ফয়সাল (৪৫)। যাওয়ার পথে তিনি একটি ভিডিও প্রকাশ করেন।
ফেরার পথে ঘন কুয়াশায় সোনাগাজী উপজেলার ডাকবাংলা পেট্রোল পাম্পের সামনে এক মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ফয়সাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠান।
ফয়সালের মৃত্যুতে ৩ সন্তান বাবার আদর থেকে বঞ্চিত হলো। তার স্ত্রী ও সন্তানের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোনাগাজী মডেল থানার ওসি মোঃ কামরুল ইসলাম জানান, ডাকবাংলায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যুর কথা শুনেছি, তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।


