স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর কাছে শপথ গ্রহণের পর ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নিলেন নব-নির্বাচিত চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) তিনি ফেনী জেলা পরিষদে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ কবিরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী আওয়ামী রাজনীতির অভিভাবক, ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। এসময় ফেনী জেলা সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, জেলা আ’লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) পিপি হাফেজ আহমদসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।