
oplus_2
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় পরশুরাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পরশুরাম স্পোর্টিং ক্লাবের আয়োজনে ক্লাবের সভাপতি মোঃ শাহিনের সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব।
ক্লাবের সহ-সভাপতি জালাল উদ্দীন শাহজালাল ও যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম।
স্বাগত বক্তব্য রাখেন পরশুরাম স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপক ও পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আবদুল আলিম মাকসুদ।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল পাটোয়ারী,
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন পাটোয়ারী, পরশুরাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ আজম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার,পরশুরাম পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, যুগ্ম আহ্বায়ক মিসফাকুছ সামাদ রনি, পরশুরাম উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তারেক, পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল, সদস্য সচিব কামরুল হাসান বাবু সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
আবু তালেব বলেন তাঁর বক্তব্যে বলেন, আরাফাত রহমান কোকো বাংলাদেশে ক্রীড়াঙ্গনের উজ্জল নক্ষত্র। বাংলাদেশে বর্তমানে এবং আগের জাতীয় পর্যায়ে যে খেলোয়াড় রয়েছেন তাদের অনেককে পৃষ্ঠপোষকতা করে জাতীয় দলকে সমৃদ্ধ করেছেন।বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শক্তিশালী করতে তাঁর অসামান্য অবদান রয়েছে। কিন্তুু অরাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও এই খুনি ফ্যাসিস্ট সরকারের রোষানল ও রাজনৈতিক প্রতিহিংসার বাইরে ছিলেন না তিনি।
তিনি বলেন, সুস্থভাবে গড়ে উঠার জন্য ক্রীড়া ও খেলাধুলা অপরিহার্য। বাংলাদেশে যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় রয়েছে সেটি প্রথম প্রতিষ্ঠা করেছেন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু খেলাধুলাকে বিশেষ ভাবে উৎসাহিত করছেন। পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোযোগী হওয়ার জন্য অনুরোধ করেন তিনি।
পরশুরাম স্পোর্টিং ক্লাবের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন স্থানের ৪০টি দল ধারাবাহিকভাবে অংশগ্রহণ করবে। দীর্ঘ দিন পর এ ধরনের আয়োজনে ছাত্র, যুবক ও সাধারণ মানুষ উৎফুল্ল।