
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে মহান বিজয় দিবস উপলক্ষে কোলাপাড়া সানফ্লাওয়ার ক্লাবের উদ্যোগে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাতে পূর্ব কোলাপাড়া মাদ্রাসা সংলগ্ন মাঠে আবদুর রহিম ধন মিয়ার সভাপতিত্বে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরশুরাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের
যুগ্ম আহ্বায়ক কাজী জহিরুল করিম জনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চৌধুরী কমল, আদিল মজুমদার, পরশুরাম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ছাত্রদলের সাবেক সভাপতি জহির উদ্দিন, পরশুরাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজা উদ্দিন ভুঁইয়া রুবেল।
খেলা শেষে চ্যাম্পিয়ন টিম জহিরুল-মেহেরাজ ও রানার্স আপ টিম সোবহে-রথিনের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।