
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে একই স্থানে জামায়াতে ইসলামী ও বিশ্ব জাকের মন্জিল সমাবেশের ঘোষণা দিয়েছে।
জানা গেছে, শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে পরশুরাম বাজারে সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে মাহফিল ঘোষনা করেন বিশ্ব জাকের মন্জিল ফেনী জেলার কর্মী প্রধান শহিদ উল্যাহ ভূঁইয়া।
এদিকে একই স্থানে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে পরশুরাম পৌরসভা জামায়াতে ইসলামী।
পৌর আমীর মো মোস্তফা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গুপ্ত হত্যার প্রতিবাদ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শুক্রবার বিকালে জামায়াত বিক্ষােভ সমাবেশ করবে।
একই স্থানে পাল্টাপাল্টি দুই দলের সমাবেশের ঘোষণা দেয়ায় শান্তি- শৃঙ্খলা ভঙ্গের আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ নুরুল হাকিম জানান, পাল্টাপাল্টি সমাবেশের চেষ্টা করে শান্তি শৃংখলা ভঙ্গ করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।