
মন্তব্য প্রতিবেদন: ফেনীতে চলমান দেশীয় শিল্প মেলার নামে নিন্মমানের পণ্য বিক্রি করে ভোক্তার সাথে প্রতারণা ও স্থানীয় ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি বিবেচনায় একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং ফেনীর সর্ববৃহৎ বিপনী বিতান গ্র্যান্ড হক টাওয়ারের মালিক শাহীন সামী হক। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো:-
দেশজ হস্তশিল্প ও তাঁতবস্ত্র মেলার নামে অনুমতি নিয়ে ফেনী ডায়াবেটিস হাসপাতালের সামনে মেয়াদোত্তীর্ণ বিদেশী মালের পসরা সাজিয়ে তথাকথিত মেলা চলছে। এতে যেমন সাধারণ গ্রাহকরা প্রতারিত হচ্ছেন তেমনি ফেনীর স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সচেতন ফেনীবাসীর শত বিরোধিতা সত্ত্বেও গত ১৫ বছর মেলাটি বন্ধ করতে পারেনি। এবার ভেবেছিলো অরাজক অবস্থার পরিবর্তন হবে। কিন্তু ‘মেলা’ শক্তির ধারক মেলার অস্থানীয় ব্যবস্থাপক কিভাবে যে সংশ্লিষ্ট সব পক্ষকে ম্যানেজ করে এবারও ফটকাবাজির মেলাটি চালিয়ে যাচ্ছে।ফেনীর স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক সমীপে মেলা বন্ধের অনুরোধ জানিয়ে স্মারকলিপি দিলেও কোন কাজ হয়নি। স্থানীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণামূলক মেলা বন্ধের দাবি জানিয়ে খবর প্রচার করে যাচ্ছে।
তথাপিও এই মেলাটি দিব্যি চলছে। প্রশ্ন হচ্ছে, মিথ্যার বিরুদ্ধে সত্য এখনো পরাভূত কেন? তাহলে নতুন স্বাধীনতা বা সংস্কার মানে কি?