
নিজস্ব প্রতিবেদক: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হলো বর্ণাঢ্য র্যালি।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”-এ স্লোগানে বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ফেনী জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর হতে তারুণ্যের উৎসব-২০২৫ এর শুভ উদ্বোধন করেন, জেলা প্রশাসক, সাইফুল ইসলাম।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসমাইল হোসেন জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাধারণ শিক্ষাথীরা উপস্থিত থেকে র্যালিতে অংশগ্রহণ করেন।
জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৫২ দিনব্যাপী সারাদেশের মতো ফেনীতেও তারুণ্যের উৎসব উদযাপন করা হবে। এতে সকল সরকারি দপ্তর নিজ নিজ কর্মপরিকল্পনা উপস্থাপন করবেন এবং দপ্তরের প্রতিনিধি, সাংস্কৃতিক কর্মীসহ ছাত্ররা অংশগ্রহণ করবেন।’