
সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী শহর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) ফেনী শহরের একটি কার্যালয়ে আয়োজিত সদস্য সমাবেশে সাবেক ফেনী শহর সেক্রেটারী ওমর ফারুককে ২০২৫ সালের সভাপতি ও সাবেক অফিস সম্পাদক শফীকুল ইসলামকে সেক্রেটারী ঘোষণা দেয়া হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাদেক কায়েম।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঞা, ফেনী জেলা জামায়াতের আমীর আব্দুল হান্নান, জেলা প্রচার সম্পাদক অ.ন.ম আব্দুর রহিম, জেলা যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি ফারুক আজাদ ভূঞা প্রমূখ।