
নিজস্ব প্রতিবেদক: ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর সহদেবপুরে একটি কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ১৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে এলাকার সোবহান সড়কের মনসুর মিয়ার কলোনীতে ভয়াবহ আগুন লেগে যায়।
আগুনের লেলিহান শিখা দেখে শোর চিৎকারে লোকজন ছুটে আসে। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয় ও আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কলোনীর প্রায় ৩০টি ঘর পুড়ে যায়। তাদের প্রাণপণে চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এসব ঘরে নিম্নবিত্ত মানুষের বসবাস ছিল। ভয়াবহ আগুনের লেলিহান শিখায় অসহায় মানুষগুলো সবকিছু হারিয়ে এখন নিঃস্ব।
স্থানীয়, মোঃ হানিফ, আনোয়ার আলী ও নিশান জানান, মোমবাতির আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে শুনেছেন। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ কেউ নিশ্চিত করতে পারেনি।
ফেনী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মোঃ মাহবুব জানান, অগ্নিকান্ডে ১৮ বস্তিঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা, এছাড়া ফায়ার সার্ভিসের তৎপরতায় অন্তত ২০ লাখ টাকার সম্পদ রক্ষা হয়েছে।