
সংবাদ বিজ্ঞপ্তি: অনলাইন ক্যাসিনো খেলে কোটি কোটি টাকা লাভের আশায় নিঃস্ব হয়ে চুরি করতে গিয়ে বৃদ্ধা গৃহকর্মীকে খুন করেন এক শিক্ষার্থী।
চাঞ্চল্যকর ‘ক্লু-লেস’ এই হত্যা মামলার তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার জয়িতা শিল্পী বুধবার (৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই রহস্য উদঘাটনের কথা জানিয়েছেন।
পিবিআইকে দেয়া জবানবন্দীতে খুনের ঘটনায় জড়িত আবির আল রাফি জানান, বেশ কিছুদিন ধরে অনলাইনে ক্যাসিনো খেলে লোকসানে পড়েন। বাবার কাছে ল্যাপটপ কেনার কথা বলেও টাকা আনেন। সে টাকাও জুয়া খেলে উড়িয়ে দেন। পরে জুয়ার নেশায় টাকা জোগাড়ে চুরি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে গত ২৬ ডিসেম্বর রাতে ফলেশ্বর এলাকার ফারুক কমিশনারের বাড়িতে চুরি করতে যান রাফি। এসময় বাড়ির গৃহকর্মী মাসুদা রাফিকে দেখে ফেলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনার পর নিজের পরনের রক্তমাখা জামা কলেজের পেছনের ড্রেনে ফেলে চট্টগ্রামে আত্মগোপনে চলে যান তিনি।
গৃহকর্মীর মৃত্যু হলে ওই ঘটনায় ফেনী মডেল থানায় মামলা হয়। পিবিআই ছায়াতদন্ত করে ঘটনার রহস্য উদঘাটনসহ আসামিকে গ্রেপ্তার করে। প্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের হাটহাজারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাফি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালীর চরমটুয়া গ্রামে।