
সংবাদ বিজ্ঞপ্তি: ফেনী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সমমনা আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে।
বিপুল ভোটে আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন এডঃ নুরুল আমিন খাঁন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডঃ মীর মোশাররফ হোসেন মানিক।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডঃ রেজাউল করিম তুহিন, কোষাধ্যক্ষ পদে এডঃ মোঃ আনোয়ার হোসেন ও অডিটর পদে এডঃ আবদুল কুদ্দুস নির্বাচিত হয়েছেন।
এছাড়া সদস্য পদে এডঃ হুমায়ুন কামাল, ওসমান গনি মিরন, নুরুল আবছার, আহমেদ উল্লাহ অনিক, মুহাম্মদ ফখরুল ইসলাম, এম খুরশিদ আলম মাহাদী নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য ফেনীর মহিপালে গণহত্যার পর আওয়ামীপন্থী অনেক আইনজীবী মামলা ও গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছেন।
ফলে এবারই প্রথম ফেনী বারের নির্বাচনে কোন প্যানেল ঘোষণা করতে পারেনি আওয়ামী আইনজীবীরা।