
নিজস্ব প্রতিবেদক: ফেনীর সাবেক ২ এমপির বাড়িতে ও আ’লীগ কার্যালয়ে আগুন ভাংচুর
ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দীন নাসিম, ফেনী-৩ আসনের এমপি লে. জেনারেল মাসুদ চৌধুরী ও দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারের বাড়িতে এবং জেলা আ’লীগ কার্যালয়ে ভাংচুর করে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় শহরের ট্রাংক রোড থেকে ঐক্যবদ্ধ হয়ে ফেনী ক্যাডেট কলেজ সংলগ্ন নাসিমের বাড়িতে হানা দেয় তারা।
এসময় বিক্ষুব্ধ জনতা নাসিমের বাড়ি ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা জানান, ফেনীতে যাবতীয় অপকর্মের মূলহোতা আলাউদ্দীন নাসিম। তাই তার বাড়িই সবার আগে ভাঙ্গা হবে। যারা ছাত্র হত্যার সাথে জড়িত তারা কেউ পার পাবে না।
পরে বিক্ষুব্ধ ছাত্র জনতা শহরের স্টেশন রোডে জেলা আ’লীগ কার্যালয়ে হামলা চালায়। এসময় সেখানে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ছাত্র জনতা।
তবে ফেনী সদর আসনের এমপি ও জেলা আ’লীগ সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারীর তিনটি বাড়ি এখনো অক্ষত থাকলেও সেখানে কোন অগ্নিসংযোগ ও হামলা হয়নি।
এর আগে ৫ অগাস্ট নিজাম হাজারীর পৈত্রিক বাড়ি, বিলাসবহুল বাগানবাড়ি ও ভোটকাছারি নামক বাড়ি ভাংচুর করে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। এদিকে ফেনী-৩ আসনের সাবেক এমপি ও জাপার প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল মাসুদ উদ্দীন চৌধুরীর সোনাগাজীর গ্রামের বাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসময় বাড়িতে কেউ ছিল না। তবে বাড়িতে থাকা সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এছাড়া দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতনের বাড়িতেও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এসব ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।