বিশেষ প্রতিনিধি: বরাবরই ফেনীর ৩ টি সংসদীয় আসনে মনোনয়নে গুরুত্ব পায় হেভিওয়েট প্রার্থীরা৷ ফলে এ ৩টি আসন “ভিআইপি” আসন হিসেবে পরিচিত। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পিতৃভূমি ফেনী-১ আসনের ফুলগাজীর শ্রীপুর গ্রামে।
ফলে এ অঞ্চলের ভোটারদের মাঝে ধানের শীষের বাড়তি একটা কদর আছে। খালেদা জিয়া আর ধানের শীষ মানেই ফেনীবাসীর অন্যরকম অনুভূতি ও ভালোবাসা।
এদিকে সোমবার (০২ নভেম্বর) সন্ধ্যায় সারাদেশে বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার সাথে, সাথে জেলাজুড়ে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। “ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা “ফেনী জেলার মাটি খালেদা জিয়ার ঘাঁটি” এ শ্লোগানে মুখরিত হয় ফেনীর ৩ টি সংসদীয় এলাকা। ফেনী-১ আসন থেকে প্রার্থী হয়ে ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে এমপি নির্বাচিত হন খালেদা জিয়া।
ফেনীর অন্য দুটি আসনে আলাদা প্রার্থী দেয়া হলেও এ জেলার মানুষের কাছে খালেদা জিয়াই সমাদৃত ও গ্রহণযোগ্য প্রার্থী। খালেদা জিয়ার প্রার্থীতা ঘোষণার সাথে, সাথে তার পিতৃভূমি ফুলগাজী বাজারে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর রসুল গোলাপের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়।
এসময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের মাঝে মিস্টি বিতরণ করেন।
ফেনী-১ আসনের পরশুরামেও উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিমের নেতৃত্বে খালেদা জিয়ার সমর্থনে আনন্দ মিছিল করেন দলের নেতাকর্মীরা। এ আসনের ছাগলনাইয়াতেও খালেদা জিয়ার পক্ষে আনন্দ মিছিল করার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।
ফেনী-২ সদর আসনে ৩য় বারের মতো বিএনপির মনোনয়ন পেয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। এর আগে ২০০১ ও ২০০৮ সালে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন। তার মনোনয়নে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
ফেনী শহরজুড়ে ব্যাপক শোডাউন, আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।
ফেনী-৩ আসনে (সোনাগাজী, দাগনভূঁঞা) প্রথমবারের মতো এমপি প্রার্থী হয়েছেন ব্যবসায়ী নেতা আবদুল আউয়াল মিন্টু। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান। তার সমর্থনে ফেনী-৩ আসনে আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জিয়া উদ্দীন মিস্টার বলেন, ফেনী-১ আসনে বেগম জিয়া প্রার্থী হওয়ায় তিনি আনন্দিত। অন্য ২টি আসনেও দল থেকে যাদের মনোনীত করা হয়েছে তাদের পক্ষে নেতাকর্মীরা কাজ করবে।
সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে হবে বলে মন্তব্য করেন প্রবীণ এ নেতা।


