নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, বিএনপির নামে কেউ খুন, খারাবি ও লুটতরাজ করলে তা সহ্য করা হবে না। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে জুলুম নির্যাতন করতে দেয়া হবে না। আমাদের নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কোন অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিবেন না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ঘরের লোকও যদি কোন অন্যায় করে তাকে বের করে দিতে হবে। অন্যায়কে প্রশ্রয় দিলে আমাদেরও তাদের মতো অবস্থা হবে।
তিনি আরো বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ফেনীতে গার্লস ক্যাডেট কলেজ, কম্পিউটার কলেজসহ প্রচুর উন্নয়ন করেছেন, তারপরও বিএনপি ক্ষমতায় এলে নেত্রীর পা ধরে হলেও ফেনীতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, ফ্লাইওভারসহ যা যা দরকার সবকিছু করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে ভিপি জয়নাল আরো বলেন, এখন থেকে মাঠে, ঘাটে সর্বত্র নেমে পড়ুন। মানুষের মন জয় করার চেষ্টা করুন। দেশে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) ফেনী সদর উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের যৌথ প্রতিনিধি সভায় শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এসব কথা বলেন।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল রহমান বকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম মোর্শেদ আলম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল।
জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এসএম কায়সার এলিন, উক্ত অনুষ্ঠানে জেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


