নিজস্ব প্রতিবেদক: পরশুরাম-সুবার বাজার সড়কের কলেজ রোডে গাছের নিচে চাপা পড়ে এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দুপুরে সুবার বাজার থেকে পরশুরাম বাজারে যাওয়ার পথে মির্জানগর ইউনিয়নের মনিপুর গ্রামের শিশু মিয়ার ছেলে মোঃ গোফরান ( ৩৫) মটর সাইকেলসহ গাছের নিচে চাপা পড়েন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
সরকারিভাবে টেন্ডার আহ্বানের মাধ্যমে এ সড়কের গাছগুলো সম্প্রতি বিক্রি করা হয়েছে। কিন্তু ঠিকাদার জনবহুল এ সড়কে গাছ কাটার ক্ষেত্রে কোন নিয়ম কানুন মানছে না।
প্রশাসনের তদারকি ছাড়াই ব্যস্ততম পরশুরাম-সুবার বাজার সড়কে গাছ কাটার ফলে অকালে ঝরে গেল একটি তাজাপ্রাণ। করুণ মৃত্যু হলো একটি স্বপ্নের । একটি পরিবার হারালো তাদের একমাত্র অভিভাবক। ঘটনার সঠিক তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত ও গোফরানের পরিবারকে যথাযথ ক্ষতি পূরণ দেয়ার দাবি জানান এলাকাবাসী। পরশুরাম মডেল থানার ওসি শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নিবেন বলে আশ্বস্ত করেন।