
শহর প্রতিনিধি: ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফেনী সরকারী কলেজ বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন ফেনীর পুলিশ সুপার হাবীবুর রহমানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া বুদ্ধিজীবীদের স্মরণে ১৪ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।
১৯৭১ সালের এ দিনে দেশের প্রখ্যাত শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্যান্য মেধাবী ব্যক্তিকে বাড়ি থেকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের মরদেহ ফেনীর বিভিন্নস্থানসহ ফেনী সরকারী কলেজ বধ্যভুমিতে পাওয়া যায়।
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ফেনী সরকারী কলেজ বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করেন ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, এসময় জেলা প্রশাসক ফেনীসহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকতা ও অনেকেই উপস্থিত ছিলেন।