
সোনাগাজী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সোনাগাজী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে বর্নাঢ্য র্যালি ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিকাল চারটায় পৌর শহরের সিঙ্গারের সামনে থেকে র্যলিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে কৃষক সমাবেশে মিলিত হন। সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, উপজেলা কৃষকদল নেতা শেখ আনোয়ারের সভাপতিত্বে ও কৃষকদল নেতা নুর করিমের সঞ্চালনায় কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুউদ্দিন খোকন ও উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞা।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম, কৃষক দল নেতা আবুল কালাম কোম্পানী, জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য নুরুল হক গবি, বিএনপি নেতা বখতেয়ার চৌধূরী, আলী মেম্বার, কৃষকদল নেতা ওমর ফারুক, শাহাব উদ্দিন মেম্বার, দুলাল হোসেন ও ছাত্রদল নেতা ওসমান গণি জিহাদ।