
oplus_2
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের সূচনা ঘটে।
এরপর মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে সীমান্তবর্তী বিলোনিয়ার মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমান, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ নুরুল হাকিম, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, উপজেলা ও পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ছাত্রদল,পরশুরাম সরকারি কলেজ ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দল,পরশুরাম প্রেসক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,সাধারণ ছাত্রজনতা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।
এছাড়া দিনটি উপলক্ষে পরশুরাম মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, প্রীতি ফুটবল ম্যাচ ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।