
Oplus_131072
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মহান বিজয় দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় স্থানীয় একটি অডিটোরিয়ামে পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মেয়র আবু তালেব।
পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ আজম সিরাজ, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহার সফদার।
প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে এদেশ থেকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার এর পতন হয়েছে প্রায় ১৬ হাজার ছাত্র-জনতা, দলীয় নেতা-কর্মী পঙ্গুত্ব বরণ করেছেন। প্রায় ১৬শ শাহাদাত বরণ করেছেন।
এই দেশকে স্বৈরাচারী হাসিনা বিভিন্ন দপ্তর ও প্রশাসনকে বিভিন্নভাবে ধ্বংসের দিকে নিয়ে গেছে, বাক স্বাধীনতা হরণ করেছে।
১৬ বছরে শেখ হাসিনার যত অপকর্ম করেছে, তার বিচার এদেশের মাটিতে হওয়া উচিত এবং তা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। আলোচনা সভায় পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।