
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীরাই হবে দেশের আগামী প্রজন্মের আদর্শ নাগরিক। দেশ ও জাতি গঠনে তারাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই আগামী প্রজন্মকে মেধা, যোগ্যতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে হবে সর্বত্র। মহান বিজয় দিবস উপলক্ষ্যে মির্জানগর তৌহিদ একাডেমী (ডাবল শিফট উচ্চ বিদ্যালয়) এর বার্ষিক পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেনীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ.পি.পি, স্কুলের সাবেক ছাত্র এডভোকেট এমদাদ হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন মির্জানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ আহমেদ খোন্দকার, জামায়াত নেতা জাফর আহাম্মদ, মাওলানা রফিকুল ইসলাম ভুঁইয়া।
প্রধান শিক্ষক মোঃ আইয়ুব এর সভাপতিত্ত্বে আরো বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আবদুল গফুর, সিনিয়র শিক্ষক সাহেদ আমান চৌধুরী, সিনিয়র শিক্ষক আবদুল মোতালেব মজুমদার মিল্লাত, সিনিয়র শিক্ষক মকবুল আহাম্মদ, সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম খোন্দকার, সাইফুল হক ও স্থানীয় নেতৃবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট এমদাদ হোসাইনের পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত মকবুল-নুরজাহান ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০২৪ ইং সালের এস.এস.সি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মেধা বৃত্তি প্রদান করা হয়।