
সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার এলাকা থেকে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে সোনাগাজী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছুরি ও ব্লেড উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, ইভটিজিংসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।আটককৃতরা হলেন, উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের চরশাহাভিখারী গ্রামের মৃত মোঃ হানিফের পুত্র মোঃ শুক্কুর (১৬), একই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র মোঃ হাসান (১৬),ও চরদরবেশ ইউনিয়নের জমাদার বাজার এলাকার জাকির হোসেনের পুত্র জাবেদ হোসেন পাভেল (১৫)।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বায়েজিদ আকন জানান,তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আটক করা হয়। পরবর্তীতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।