
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে বিএনপির পক্ষ থেকে কম্বল ও বেডিং পেয়েছেন বন্যার্ত শতাধিক মানুষ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ফেনীর ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর পক্ষে এসব বেডিং ও কম্বল বিতরণ করা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার চিথলিয়া ইউনিয়নের অলকা কালিবাজারে স্থানীয় বিএনপি আয়োজিত কম্বল ও বেডিং বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব।
৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মানিক।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদ ইকরামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট আব্দুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্য সচিব কামরুল হাসান বাবু, চিথলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মাস্টার শেখ আহমেদ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্য সচিব কামরুল হাসান বাবু।
এসময় উপজেলা ও স্থানীয় বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক মানুষকে কম্বল ও বেডিং পত্র তুলে দেন অতিথিবৃন্দ।