
শহর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ফেনীতে পালিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।
বুধবার (১ জানুয়ারি) এ উপলক্ষে বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ওয়াপদা মাঠ থেকে বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি পরবর্তী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় হাজার হাজার নেতাকর্মীর শ্লোগানে, শ্লোগানে মুখরিত হয়ে উঠে ফেনী শহর।
সভায় বক্তব্য রাখেন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন। সঞ্চালনায় ছিলেন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, রশিদ মজুমদার ও জুয়েল পাটোয়ারী।