
ক্রীড়া প্রতিবেদক: শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সুন্দর প্রজন্ম গঠনই জাতীয়তাবাদী ছাত্রদলের সংকল্প, এ লক্ষকে সামনে রেখে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) ফেনী সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দীন মামুন। প্রধান বক্তা ছিলেন, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোর্শেদ আলম মিলন।
বিশেষ অতিথি ছিলেন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ফরহাদ উদ্দিন চৌধুরী মিল্লাত, সিনিয়র যুগ্ম-সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল ও যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল, অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবদুল হালিম মানিক।
উক্ত খেলায় উচ্চ মাধ্যমিক শাখা, ডিগ্রি শাখা, অনার্স শাখা ও মাস্টার্স শাখার মোট ৪টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় অনার্স শাখা দলকে হারিয়ে ডিগ্রি শাখা দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন অতিথিরা।