
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব পরশুরাম (ইউসি) উদ্বোধন করা হয়েছে।
এপেক্স বাংলাদেশের জেলা-০৮ এর অধিনে এপেক্স ক্লাব অব ফেনী’র স্পন্সরে এপেক্স ক্লাব অব পরশুরাম (ইউসি) এর নতুন কমিটিতে এপেক্সিয়ান ইমাম হোসেন সজিবকে সভাপতি ও সাংবাদিক এমএ হাসানকে সেক্রেটারি ঘোষণা করা হয়।
ক্লাবের উদ্বোধন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এপেক্স ক্লাব অব ফেনীর সভাপতি এপেক্সিয়ান বেলাল হোসেন মিলনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান এনামুল হক মিলন, লাইফ গভর্নর ও পিএনপি এপেক্সিয়ান নিজামউদ্দিন পিন্টু, এনইডি এপেক্সিয়ান প্রফেসর মো. মিজানুর রহমান, জেলা-৮ এর গভর্ণর এপেক্সিয়ান মোঃ জসিম উদ্দিন , ইলেক্ট জেলা গভর্নর-৮ এপেক্সিয়ান সাখাওয়াত সোহেল , পিডিজি-৮ এপে. মোনাব্বর হোসেন সেলিম, প্রেসিডেন্ট ভুলেটিং এডিটর ও জেলা -৮ সেক্রেটারি এপেক্সিয়ান ইয়াসিন সুমন, এপেক্স ক্লাব অব নোয়াখালীর অতীত সভাপতি এপেক্সিয়ান আলাউদ্দিন সোহেল, এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিনরে সভাপতি-২৪ এপেক্সিয়ান সাখাওয়াত রাসেল, সেক্রেটারি এপেক্সিয়ান আহমেদ হোসাইন, এপেক্স ক্লাব অব ওস্তাদ আলাউদ্দিন খাঁর সভাপতি এপেক্সিয়ান মাসুদ পারভেজ, এপেক্স ক্লাব অব কুমিল্লা সিটির সভাপতি এপেক্সিয়ান আবুল কালাম রাসেল, সেক্রেটারি এপেক্সিয়ান আবদুল হক সিদ্দিকী ,মেম্বারশিপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেক্সিয়ান তাওসিন, পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফেনী জজ কোর্টের এপিপি এডভোকেট আবদুল আলিম মাকসুদ, পরশুরাম পৌরসভা জামায়াতের আমীর মো.মোস্তফা, পরশুরাম উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আবদুল কাদের মিনার প্রমুখ।
ক্লাবের উদ্বোধন উপলক্ষ্যে এক দুস্থ নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।