
সদর প্রতিনিধি: ফেনীতে কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষে পাঁচজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রীজ সংলগ্ন হাফেজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মহাসড়কের লেমুয়া এলাকায় কাভার্ডভ্যানের সাথে নির্মাণ শ্রমিক বোঝাই পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও ১০ জন হয়।
দুর্ঘটনার শিকার শ্রমিকরা ফেনী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর সহদেবপুরে ভাড়া থাকে। তাদের বাড়ি উত্তরবঙ্গে। তবে এখনো কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফেনী জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। ফেনী জেলা প্রশাসক ডিসি সম্মেলনে থাকলেও এ ঘটনায় তিনি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। নিহতদের লাশ পরিবহন ও দাফন বাবদ প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান ঘোষণা করা হয়।
মহিপাল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান কাভার্ডভ্যান চাপায় শ্রমিক ও ঢালাই মেশিন বোঝাই পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত ও গাড়িতে থাকা সকলেই মারাত্বক আহত হয়। হতাহতদের উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।