
মোঃ ইসমাইলঃ ফেনী সদর উপজেলার কালিদহে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়েছে। এসময় অন্তত ৮/১০ জন আহত হয়।
খেলা চলাকালে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এসময় হাফিজিয়া এলাকার সবুজ, রনি, আবু সাইদ ও রেজবীর নেতৃত্বে প্রতিপক্ষকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়।
গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন হার্ডওয়্যার ব্যবসায়ী জহির (৪০)। এতে গুরুতর আহত হন মোবাইল দোকানদার শরীফ ও সবুজ। তারা ৩ জনই কালিদহ এলাকার বাসিন্দা।
এ বিষয়ে ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, পুলিশ, র্যাব, ডিবি ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের ধরতে প্রশাসন মাঠে সক্রিয় রয়েছে।