
Oplus_132098
পরশুরাম প্রতিনিধি: পরশুরামে জুলাই বিপ্লবের ১৯ তম শহীদ ইকরাম হোসেন কাউছারের স্মরণে সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা অফিসার্স ক্লাবে শহীদ কাউছারের জন্মদিন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মো মহি উদ্দিন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল কাদের মিনার, জাহাঙ্গীর আলম, নাহিদ রাব্বি, আবদুল কাদের রনি, সাইফুল ইসলাম চৌধুরী, আবদুল কালাম, আবদুর রহমান প্রমুখ।
এসময় ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা শহীদ কাউছারের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বলেন, জুলাই বিপ্লবে ইকরাম হোসেন কাউছার জীবন দিয়েছেন। একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমাদের একসাথে কাজ করতে হবে। ছাত্রজনতার ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না।
পরে শহীদ ইকরাম হোসেন কাউসারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা শেখ ফরিদ।