
পরশুরাম প্রতিনিধি: বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) মিজ সুলতানা আক্তারকে রাজবাড়ীর ২৬তম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।
একই আদেশে রাজবাড়ীর বর্তমান ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়নগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে তিনি কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার বাড়ি বকসমাহমুদ ইউনিয়নের কহুয়া গ্রামে। তিনি সৎ, মেধাবী ও পরিশ্রমি হিসেবে সুনাম কুড়িয়েছেন। দক্ষতার সাথে হাওর এলাকার বন্যা পরিস্থিতি মোকাবেলা করে মানুষের মন জয় করে নিয়েছেন।
সুলতানা আক্তারের স্বামী মির্জানগর ইউনিয়নের সাহেব নগর গ্রামের মরহুম ডাঃ মকবুল আহম্মেদের ছেলে মহিউদ্দিন আজাদ।